শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড
রাশিয়া থেকে আনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম ছিল বলে দাবি করেছে মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) প্রতিষ্ঠান। কোম্পানিটির কর্মকর্তা সরকার বিপ্লব হোসাইন বলেন, রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছে ছয়দিন আগে।
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির প্রতি নতজানু নীতি ও কূটনৈতিক নমনীয়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ভারতীয় বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে।
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র
দেশের সবচেয়ে বড় ও স্পর্শকাতর অবকাঠামো পাবনার ঈশ্বরদীর রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র। বিতর্ক যেন পিছু ছাড়ছে না নির্মাণাধীন এই প্রকল্পের। নিয়োগে অনিয়ম-দুর্নীতি, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর চরদের চাকরি দেওয়া নিয়ে সমালোচনার পর জানা গেল নতুন অপতৎপরতার তথ্য।